Tuesday, 19 February 2013

আবার সকাল.....


আবার সকাল.....
ফেলে-আসা রাতের কটা বস্তাপচা লাশ,
আর খবরের উল্লাস,
বিবর্তনের খামে-মোড়া আর্তির বিকাশ
তবু নিত্য প্রকাশিত তমোঘ্ন,
তবু সুর প্রাণ খোঁজে পাখিদের গানে,
তবু এক-মনে রঙ-তুলি-হাতে ছবি আঁকে বসন্ত.....
যদিও, নিশ্চিত আমি, আরও কিছু ভুল জমা করে তুলি
আগামী ভোরের ঠোঁটে বিষ ঢেলে  দেব বলে ।

2 comments:

  1. I love the intensity about this poem. The factor that compliments, is impressive. I have never been good at Bengali/Hindi poetry... The words never seem to speak their hearts out.
    You are good at Bengali Poems ! Loved it. :)

    ReplyDelete

Emon dine taare bola jay (এমন দিনে তারে বলা যায়)

  Incessant rain has been there today since the dawn. This brings a lot delight. The passage of the seasons has a close connection with the ...