Thursday, 3 April 2014

ভাবনা—কাঁথা


চাঁদের সাথে গল্প হ'ল না—
ফুলের সাথে মৌমাছিদের আড়ি,
বসন্ত-খাম ভুল ঠিকানায় পাড়ি,
স্বপ্ন মরে চৈত্র-হারা রাতে৷