Tuesday 19 February 2013

আবার সকাল.....


আবার সকাল.....
ফেলে-আসা রাতের কটা বস্তাপচা লাশ,
আর খবরের উল্লাস,
বিবর্তনের খামে-মোড়া আর্তির বিকাশ
তবু নিত্য প্রকাশিত তমোঘ্ন,
তবু সুর প্রাণ খোঁজে পাখিদের গানে,
তবু এক-মনে রঙ-তুলি-হাতে ছবি আঁকে বসন্ত.....
যদিও, নিশ্চিত আমি, আরও কিছু ভুল জমা করে তুলি
আগামী ভোরের ঠোঁটে বিষ ঢেলে  দেব বলে ।

Patience !

  The beginning is mysterious The end fascinates I see its flight The projectile of life…. The own dreams, follies and a few deeds...